যশোর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন ১০ ডিসেম্বর
প্রকাশিত : ৫ নভেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার: আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যশোর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন। একই সাথে অনুষ্ঠিত হবে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। ইতিমধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা এসেছে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ নভেম্বর।
সদর উপজেলার সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা পদত্যাগ করে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ায় এবং নাজমুল ইসলাম কাজলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০ অক্টোবর অনুষ্ঠিত সদর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নুর জাহান ইসলাম নীরা নৌকা প্রতীকে নির্বাচিত হন।