জিন ছাড়ানোর নাম করে চৌগাছায় এক শিশুকে ধর্ষণ
প্রকাশিত : ৫ নভেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছা উপজেলা এলাকায় জিন ছাড়ানোর নাম করে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ওই ধর্ষণ হওয়া শিশুর পিতা চৌগাছা থানায় বৃহস্পতিবার একটি মামলা দিয়েছে। মামলায় আসামি করা হয়েছে তিলকপুর গ্রামের মোহাম্মদ আমজেদ আলীর ছেলে এনায়েত আলী (৫০) কে।
দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই শিশুকে কথিত জিনের আছর আছে বলে তার পরিবারের লোকজন মঙ্গলবার (৩ নভেম্বর) এনায়েতের কাছে নিয়ে যায়। ওই দিন রাতে চৌগাছার ইন্দ্রপুর মানিক শাহ পীরের দরবারে নিয়ে যায় শিশুটিকে। রাত ৮টার দিকে এনাছেু শিশুটিকে পীরের দরবারের পাশে পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি শিশুর পরিবার পরদিন জানতে পেরে থানায় অভিযোগ দেয়। পুলিশ অভিযোগটি রেকর্ড করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম শিশু ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ডের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।