নারায়ণগঞ্জ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
প্রকাশিত : ৪ নভেম্বর ২০২০
মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ নভেম্বর বিকালে থানার সামনে সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান পিপিএম
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগণ্জ পুলিশ সুপার মোঃ জায়েদুল ইসলাম পিপিএমবার।
বিশেষ অতিথি ছিলেন বাঃগণ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ মোস্তাফিজুর রহমান , নাঃগণ্জ অতিরিক্ত পুলিশ সুপার সাকেল মেহেদী ইমরান সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন এলাকার জনপ্রতিনিধি ইমামসহ সবার দায়িত্ব নিতে হবে তবেই কিশোর গং কমবে।একা পুলিশের পখে সম্ভব নয়।কিছুদিন আগে কিশোর গংদৌড় খেয়ে বন্দর দুজন মারা গেছে।গত দশমাসে ১০১টি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে তথ্য দেন।
আরো বক্তব্য রাখেন নিতাইগণ্জ শংকর রায়,সরকারি পিপি ওয়াজেদ আলী খোকন,নাঃগণ্জ কমিউনিটি পুলিশের সভাপতি এম সোলেয়মান, সাবেক বিএমএম সভাপতি ডঃ শাহনেওয়াজ, মহানগর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার, মহানগর আঃলীগ নেতা শাহ্ নিজাম, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব জসীম উদদীন প্রমুখ।