বেনাপোলের মুড়ি বিক্রেতা আকাশ ভারতীয় গাঁজাসহ পুলিশের হাতে গ্রেফতার
প্রকাশিত : ৩ নভেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ছোট আচড়া মোড়ে অবস্থিত হাজী বিরিয়ানী হাউজের সামনের পাঁকা রাস্তার উপর থেকে ৩শ গ্রাম ভারতীয় গাঁজা সহ মোঃ সালাম হোসেন ওরফে আকাশ(২৭)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার মাদক ব্যবসায়ী আকাশ সাদিপুর গ্রামের আলী মোল্লার ছেলে।মঙ্গলবার দুপুরে ভারতীয় গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই মাসুম পারভেজ সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল থানাধীন ছোট আঁচড়া মোড়ে অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজাসহ আকাশকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।যার মামলা নং-০৪, তাং- ০৩/১১/২০২০ ইং। গ্রেফতার আসামীকে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।