কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে আমন ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত
প্রকাশিত : ৩ নভেম্বর ২০২০
ইমন আল আহসান, কলাপাড়া: কলাপাড়ায় বিরামহীন বৃষ্টির কারনে কৃষকের মাথায় হাত। সবজী চাষীদের পাশাপাশি আমন ধান চাষীদের কপালে নেমে এসেছে দূর্ভোগের ঘনঘটা। গত কিছুদিন থেকে অঝোরে বৃষ্টি হওয়ায় আমন ধান চাষীদের মাথায় হাত। এভাবে বিরামহীন বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হবে বলে সাধারণ কৃষকদের ধারনা। উপজেলার বিভিন্ন জায়গায় দেখা গেছে ধান খেতে লাগামহীন বৃষ্টিও বাতাসের কারনে দুমড়ে মুচরে পরে আছে হেক্টর বাই হেক্টর জমি।
এবছর আশানুরূপ ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে আনন্দের ঝিলিক দেখাগেলেও এখন খানিকটা ম্লান হয়ে উঠেছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন ইউনিয়নে আমন ধান বৃষ্টির পানিতে লুটিয়ে পড়েছে। এসব ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এর ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন বলে জানিয়েছেন চাষিরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি আমন ক্ষেত এখন ফসলে ভরা। আমন চাষীদের আশঙ্কা, যেসব ফসল পানিতে লুটিয়ে পড়েছে এর বেশিরভাগ ফসল নষ্ট হয়ে যাবে। বিভিন্ন স্থানের আমন চাষীদের সঙ্গে কথা বলে জানা যায়, কলাপাড়া উপজেলার, মিঠাগঞ্জ, নীলগঞ্জ, টিয়াখালী, চম্পাপুর,বালিয়াতলী,ডালবুগঞ্জ, ধুলাসার, লালুয়া, চাকামইয়া সহ কলাপাড়া সদর এলাকায় আমন ধান পাকতে শুরু করেছে। এসব ইউনিয়নে নাল জমি সজ্জিত আমন ক্ষেত। তবে আশা জাগানো বাম্পার ফলনের মাঝে বৃষ্টির পানি ও হালকা বাতাসে কাঁচা-পাকা ধানের মাথা ভারি। গাছ মাটিতে লুটিয়ে পড়ায় কৃষকরা উৎকণ্ঠার মধ্যে পড়ছেন।
স্থানীয় কৃষকরা বলছেন, ধান ক্ষেতে কাঁচা-পাকা ধান ও ফুলের দোল খাওয়ার দৃশ্যে এবার তারা অনেক বেশি আশায় বুক বেঁধেছিলেন। কৃষকের মুখে এসেছিলো হাসির ঝিলিক। তবে তাদের মাঝে সার্বক্ষণিক আশঙ্কা প্রাকৃতিক দুর্যোগের। অবশেষে আশঙ্কা সত্যি করে কৃষকের তৃপ্তির হাসিকে ম্লান করে দিলো সর্বনাশা বৃষ্টি।
নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইসমাইল হাওলাদার জানান, এবার তিনি আমন চাষ করেছেন আড়াই একর জমিতে। তার সকল চাষাবাদ ঋণের টাকায়। জমিতে বাম্পার ফলনের দৃশ্য দেখে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু সাম্প্রতিক বয়ে যাওয়া ঝড়ে তার ক্ষেতের ধান এখন মাটিতে লুটিয়ে পড়েছে। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আঃ মান্নান জানান, আমন ধান ক্ষতির বিষয়টি খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে