করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় কক্সবাজার সৈকতে নানা প্রস্তুতি
প্রকাশিত : ২ নভেম্বর ২০২০
পর্যটন মৌসুমের শুরুতেই কক্সবাজারে পর্যটকের আনাগোনা বেড়েছে। ফলে করোনা পরিস্থিতির মাঝেও বার্মিজ দোকান থেকে শুরু করে হোটেল-মোটেল সব জায়গায় পর্যটন ব্যবসায় ফিরছে চাঙাভাব। আর পর্যটকরাও স্বচ্ছন্দে ঘুরতে পেরে দারুণ খুশি। এদিকে প্রশাসন জানিয়েছে, করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় সৈকতে ক্যাম্পেইনসহ নানা প্রস্তুতি নেয়া হয়েছে।
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। পর্যটন মৌসুমের শুরুতেই সৈকত শহরে বাড়ছে পর্যটকের আগমন। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কানায় কানায় পূর্ণ হচ্ছে সৈকতের ৩টি পয়েন্টের সাগরতীর। পর্যটন মৌসুমের শুরুতে পর্যটক বাড়ায় সৈকত এলাকার দোকানপাটে ভালো বেচাকেনা হচ্ছে। আর হোটেল মোটেলগুলোতে অগ্রিম বুকিংও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, পর্যটন মৌসুমে করোনা দ্বিতীয় ধাপ মোকাবেলায় সৈকতে ক্যাম্পেইনসহ ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে রয়েছে সহস্রাধিক বার্মিজ দোকান। আর রেস্তোরা রয়েছে ৫ শতাধিক। যেখানে কর্মরত রয়েছেন ১০ হাজারের বেশি কর্মচারী।