কণ্ঠশিল্পী কণার ‘ইচ্ছেগুলো’ আধুনিক গান চার কোটি পার করলো ভিডিও

প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০

প্রথমবারের মত চার কোটি ভিউ অতিক্রম করলো কণ্ঠশিল্পী কণার গাওয়া গাওয়া কোনও সিঙ্গেল বা আধুনিক গান। গত ২৭ অক্টোবর কণার গাওয়া ‘ইচ্ছেগুলো’ গানটি এই মাইলফলক অতিক্রম করে। সিএমভি’র প্রযোজনায় শরীফ আল দীনের কথায় নাজির মাহমুদের সুরে এই গান-চিত্রটি প্রকাশ পেয়েছিল ২০১৭ সালে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত গানটির ইউটিউব ভিউ ছাড়িয়েছে ৪ কোটি ২ লাখ। এর আগে কণার গাওয়া ‘দিল দিল’ সাত কোটি এবং ‘ওহে শ্যাম’ গানটি পাঁচ কোটি ভিউ পার করলেও ওই দুটো গানই ছিলো মূলত সিনেমার গান।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে কণা বলেন, ‘গানটি বেশ সফট আর রোমান্টিক। এটি আমারও অসম্ভব পছন্দের একটা গান। তবে ভাবিনি, অন্যরাও এভাবে পছন্দ করবেন। এটা আমাদের সংগীতাঙ্গনের জন্য শুভ লক্ষণ বলেই মনে করি। আমি কৃতজ্ঞ শ্রোতা, দর্শক এবং গানটি সৃষ্টির সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি। এমন গান আরও করতে চাই। গানটির ভিডিওতে মডেল হয়েছেন আজহার ও তাসনুভা তিশা। নির্মাণ করেছেন একে পরাগ। কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিতি ছিলেন কণা নিজেও।

https://www.youtube.com/watch?v=9piIwBat1i4

আপনার মতামত লিখুন :