ফ্রান্সে নবীর কার্টুন: প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পৌরসভার জৈনপুরী খানকা সংলগ্ন ঈদগাহ মাঠ প্রাঙ্গনে গলাচিপা ইমাম পরিষদ এর ব্যানারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের ইমামসহ দশ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন গলাচিপা ইমাম পরিষদের আহবায়ক ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. অলিউল্লাহ, সাব রেজি. জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মো. কাইয়ুম ও কাজি অফিস জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মো. হুমায়ুন। সভায় বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহŸান জানান। এছাড়া রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ফ্রাসের দূতাবাস বন্ধের দাবি জানান।