নবীর কার্টুন: ফ্রান্সের পণ্য বর্জনের দাবিতে উত্তাল নড়াইল
প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাতীয় ইমাম সমিতির জেলা সদর উপজেলা শাখা। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপনের দাবি জানিয়ে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওয়াকিউজ্জামান, ইমাম সমিতির নেতা মাওলানা আজিজুর রহমান, হাফেজ মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।