কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা
প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া ওলামা একরাম ও তৌহিদী জনতা কর্মসূচীর আয়োজন করেন। পৌর শহরের বড় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর শহরের বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান, মাওলানা ইব্রাহীম, কলাপাড়া কোর্ট মসজিদের ইমাম ও এতিমখানা হাফেজি মাদ্রাসার প্রধান মো.মুসা ও কলাপাড়া ফিসারিজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো.ফেরদৌস প্রমুখ। বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহবান জানান।