অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায়: দশমিনায় গ্রহকের হামলায় ২লাইনম্যান আহত
প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নৈশ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রহকের হামলায় বিদ্যুৎ অফিসের দুই লাইনম্যান গুরুতর আহত হয়েছে। বিদ্যুৎ অফিস সূত্রে ও আহত জানান, উপজেলার সদর ইউনিয়নের লক্ষ¥ীপুর গ্রামের মোঃ আক্কাস এর বসতঘরে অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে সার্ভিস ক্যাবল কেটে বিদ্যুৎ ব্যবহার করে আসছে।
খবর পেয়ে দশমিনা সাব-জোনাল বিদ্যুৎ এর এজিএম স্বপন কুমার পাল এর নির্দেশ অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে অভিযান চালায়। এ সময় ওই এলাকায় আক্কাসের পরিবার তাদের উপর হামলা চালায়। হামলায় লাইনম্যান গ্রেড-১ মোঃ নুরুল ইসলাম ও লাইনম্যান গ্রেড-১ মোঃ সাইফুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম ভর্তি ও সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় লাইনম্যান গ্রেড-১ মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে দশমিনা থানায় অভিযোগ দায়ের করেন।
দশমিনা সাব-জোনাল বিদ্যুৎ এর এজিএম স্বপন কুমার পাল জানান, উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। দশমিনা থানা ওসি জসিম জানান, অভিযোগ পেয়ে হাসপাতালে গিয়ে রোগী দেখেছি এবং তদন্তশেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।