দশমিনায় কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: “মুজিববর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি ৩দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্তে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা আ”লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল কালাম, উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাফর আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ মকবুল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিতিত ছিলেন।

প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাফর আহাম্মেদ। মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ১২টি স্টল অংশ গ্রহণ করে। আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এদিকে, উপজেলার আলীপুর ইউনিয়নে ২টি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিস্থাপন ও উপজেলা পরিষদের নতুন ভবনের ভিত্তিস্থাপন শেষে উপজেলা কৃষি অফিস চত্তরে বৃক্ষ রোপন করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :