গভীর রাতে বিভিন্ন হাসপাতালে র্যাবের অভিযান
প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০
পরিষ্কার পরিচ্ছন্নতার লেষ মাত্র নেই। প্রথম দেখায় মনে হবে ময়লা ফেলার স্থান। এমন চিত্র রাজধানীর বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারের কথা। চরম নোংরা রক্তাক্ত বেডেই হয় অস্ত্রোপচার। এছাড়াও দালালের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে রোগীও ভাগিয়ে আনে। বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে মোহাম্মদপুর ও শ্যামলীর কয়েকটি হাসপাতালে র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বেরিয়ে আসে এমন অনিয়ম।
সর্বত্র রক্তের ছড়াছড়ি। কোথাও পুরনো কালচে রক্তের দাগ কোথাও তাজা রক্ত। ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যান্ডগ্লাভসসহ অস্ত্রোপচারের নানা সরঞ্জাম। অপারেশন থিয়েটারের মতো স্পর্শকাতর কক্ষের এমন হাল দেখে চোখ কপালে উঠবে যে কারো।বুধবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলীর কয়েকটি হাসপাতালে একযোগে অভিযান চালায় র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে বেরিয়ে আসে চিকিৎসার নামে প্রতারণা, বাণিজ্য ও অনিয়মের নানা চিত্র। র্যাব জানায়, দীর্ঘদিনের অনুসন্ধানের ভিত্তিতেই এমন অভিযান।
অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ ও দালালসহ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও হাসপাতাল সিলগালা করা হয়। অভিযানের পর হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। রোগীরা বলেন, পঙ্গু হাসপাতাল থেকে দালালরা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এখন জানলাম সব ভুয়া।চিকিৎসার নামে বাণিজ্য কিংবা প্রতারণা বন্ধে অভিযান চলমান থাকবে বলে জানায় র্যাব।