সানারগাঁ ভেন্ডার সমিতির নবনির্বাচিতদের এমপি খোকা’র সাথে বিনিময়
প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০
নাসির উদ্দীন, নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে ভেন্ডার সমিতির নব নির্বাচিত গন শুভেচ্ছা বিনিময় করেন। নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নব নির্বাচিত সোনারগাঁও বৈদ্যেরবাজার সাব রেজিস্ট্রার অফিস ভেন্ডার সমিতির খলিল-শহীদ পরিষদ। ২৭শে অক্টোবর সোনারগাঁও পৌরসভাস্থিত রয়েল রিসোর্টে খলিল-শহীদ প্যানেলের বিজয়ীরা এমপি খোকা’র হাতে ফুলের শুভেচ্ছা তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন,খলিল- শহীদ পরিষদের নব নির্বাচিত সভাপতি হাজী খলিলুর রহমান,সাধারণ সম্পাদক হাজী শহীদ সরকার,সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক কবির হোসেন মোলা,সদস্য মোস্তাক আহমেদ,নুরে আলম,ইয়াছিন কবির,মো.জাহাঙ্গীর হোসেন,মো.কামাল হোসেন,মহাসিন হোসেন প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন,বৈদ্যেরবাজার সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক ও ভেন্ডার সমিতির উন্নয়নের জন্য খলিল-শহীদ পরিষদের পাশে থেকে সর্বাত্বক সহযোগীতায় করবো ইনশাআল্লাহ।