রাজধানীর এলিফ্যান্ট রোডে বহুতল ভবনে আগুন
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ১৮ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহত এবং ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাটা সিগনালের পাশে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সদস্যরা।