ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের অভিযোগে তিন জন গ্রেফতার
প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০
ফরিদপুরের বোয়ালমারীতে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে কিশোরীর বাবা ওই তিন জনকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের দবির শেখের ছেলে ইলিয়াছ শেখ (২৬), শুকুর খন্দকারের ছেলে জহুর খন্দকার (২৮) এবং সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ (২২)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত তিন যুবক পূর্বপরিকল্পিতভাবে কৌশলে কিশোরীকে সাতৈর ইউনিয়নের দিঘীচালা গ্রামের এক বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা আসামিরা ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এজাহারে উল্লেখিত তিন জনকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।