কাল থেকে ৫ দিন সাবমেরিন ক্যাবল মেরামতের কাজ শুরু
প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০
কাল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সাবমেরিন ক্যাবল মেরামতের কাজ শুরু হবে। এ কারণে আগামী ৫ দিন ইন্টারনেটের গতি কম হতে পারে। গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র জেনারেল সেক্রেটারি ইমদাদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ইমদাদুল হক বলেন, কোনো কোনো আইআইজি বিকল্প পথে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে ভারতীয় এয়ারটেলের পরিচালনায় থাকা যে সাবমেরিনটি আছে সেটিই মেরামত করা হচ্ছে। বাংলাদেশের যারা ওই আইআইজি ক্যাবলটি ব্যবহার করেন, তারা কিছুটা ধীরগতির মুখে পড়বেন।
তিনি আরো জানান, সি-মি-উই-৪ অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। এ কারণে বিকল্প হিসেবে কেউ কেউ চেন্নাই হয়ে বিকল্প পথে সিঙ্গাপুর যান। সেখানে কিছু কিছু সার্কিট মেরামত হচ্ছে। এতে ঘুরে যেতে হবে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।
বর্তমানে বাংলাদেশে ১০ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। করোনা সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে সারাবিশ্বই নির্ভর করছে অনলাইন যোগাযোগের ওপর।