ঝালকাঠিতে টানা বর্ষণে পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০

ঝালকাঠি প্রতিনিধি: গভীর সমূত্রে নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে ২ দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত। নদীতে স্বাভাভিকের চেয়ে পানি বৃদ্ধি পেলে তলিয়ে যায় নদীর কিনারে বসবাসরত ঘরবাড়ি। গত ২/৩ দিন যাবত ভারিবর্ষনের ফলে স্বাভাবিক জোয়ারের তুলনায় ২ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বৃস্টির কারনে রাস্তাঘাট ফাক, লোকজন নেই বললেই চলে। এ ছাড়া বিষখালী নদী তীরবর্তী অঞ্চলের বাগানবাড়ি কাচারাস্তা, পুকুর, মাছের ঘের প্লাবিত হয়েছে।

পানি ঢুকে পড়েছে রাজাপুর সদর, বড়ইয়া, সাতুরিয়া, মঠবাড়ি, গালুয়া ও শুক্তাগড় ইউনিয়নের নদী তীরবর্তীসহ শহরের বাগান বাড়িতে ও রাস্তাঘাটে। বসতঘরে পানি প্রবেশ করেছে অনেকের। বিষখালি নদী এলাকার বাসিন্দারা জানান, এ এলাকায় ৯ টি গ্রামের ফসলের ক্ষেত, মাছের ঘের, পথঘাট, বাগানবাড়ি পানিতে তলিয়ে গেছে, স্বাভাবিক জোয়ারের তুলনায ২/৩ ফুট পানি বৃ্িদ্ধ পেয়েছে। মঠবাড়ি বাসিন্দারা জানান মঠবাড়ি, মানকি, সুন্দর, পুখরীজানা, নাপিতের হাট এলাকা প¬াবিত হয়েছে। বাড়ি ঘরে পানি ঢুকেছে। মাছের পুকুর তলিয়ে গেছে। রোপা বীজতলাও তলিয়ে রয়েছে।

 

আপনার মতামত লিখুন :