কলাপাড়ায় দু’দিনের ভারী বর্ষনে শারদীয় দূর্গোৎসবের আমেজ নেই
প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৩আক্টোবর।। পটুয়াখালীর কলাপাড়ায় দু’দিনের ভারী বর্ষনে শারদীয় দূর্গোৎসবের তেমন কোন আমেজ লক্ষ্য করা যায়নি। এ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মোট ১৪ টি পুজা মন্ডপ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পুজা উদ্যাপনের সরকারী নিদের্শ থাকলেও ৬ষ্ঠী এবং সপ্তমী পুজায় কোন মন্ডপে তেমন কোন লোক সমাগম দেখা যায়নি।
এদিকে অতিবর্ষনে ব্যাপক প্রভাব পড়েছে, ব্যবসাসীদের মধ্যেও। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পৌরশহরের বিভিন্ন দোকান-পাট এবং উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকান-পাট গুলোর অধিকাংশ ছিল বন্ধ অবস্থায়। দু’একটি দোকান-পাট খোলা থাকলেও তাতে কোন বেচা-বিক্রি হয়নি। দু’দিনে পৌর এলাকায় রিক্্রা চলাচল করেছে হাতে গোনা দু’চারটি মাত্র। মোট কথা দু’দিনের এ বর্ষনে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত ২৫৪ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এ বৃষ্টি আরো দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে কলাপাড়া রার্ডার ষ্টেশন সূত্রে জানা গেছে। হিন্দু পঞ্জিকামতে ২৩ অক্টোবর শুক্রবার মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান। তবে এবার দূর্গপুজা হলেও দূর্গাপুজা মন্ডপ গুলোতে নেই তেমন কোন উৎসব এনটাই জানিয়েছেন স্থানীয়রা।
কলাপাড়া পৌর শহরের চিংগরিয়া সার্বজনীন দূর্গা পুজা মন্ডপের সভাপতি এ্যাডভোকেট নাথুরাম ভৌমিক বলেন,এবারের দুর্গোৎসবের অনুষ্ঠানমালা সীমাবদ্ধ করা হয়েছে। গত দু’দিনের বৃষ্টিতে পুজা মন্ডপে লোকজনের সমাগম ছিল খুবই কম। তবে করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে পুজা অর্চনার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।