সাপাহারে ১১ টি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত ইউএনও সোহরাব হোসেন
প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ১১ টি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা হতে রাত ৯ টা অবধি উপজেলার নিশ্চিন্তপুর, রৌদগ্রাম, ফজিলাপুর, কোঁচকুড়লিয়া, কল্যাণপুর, মানিকুড়া ৩ টি, জয়পুর পালপাড়া, সাপাহার সাহাপাড়া ও সদর ইউপিপাড়ায় স্থাপিত মোট ১১ টি দূর্গা মন্দিরের পূজা মন্ডপ ঘুরে ঘুরে পরিদর্শনে করেন।
এসময়ে তিনি বিরাজমান সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন পূজামণ্ডপে আগত পূজার্থী, আগত দর্শনার্থীসহ উপস্থিত সবাইকে সরকারি নির্দেশনার আলোকে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গোৎসব পালনের আহ্বান জানান এবং পূজা মন্ডপে উপস্থিত সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানান দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। এসময়ে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার উপস্থিত ছিলেন।