সিরাজগঞ্জে যমুনা নদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে কারাদণ্ড

প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০

মা ইলিশ সংরক্ষণ সিরাজগঞ্জে যমুনা নদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আর প্রায় ৭৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সিরাজগঞ্জে সদর উপজেলার সহকারী কমিশনার মো. রহমত উল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলায় যমুনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পরে প্রত্যেককে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের নৌকা ও ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে জেলার বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

আপনার মতামত লিখুন :