কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত আটক
প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০
কুমিল্লার লাকসামে পিস্তল, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজের ব্যবহৃত একটি পিআপসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে লাকসাম পৌর এলাকার শ্রীপুর থেকে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে মিস্ত্রী গ্রামে শোর চিৎকার শোনে শ্রীপুর গ্রামের রাস্তায় পাহারা দেয়া শুরু করে স্থানীয়রা।
এ সময় ওই সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় পিকআপ গতিরোধ করে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আটক করা হয় এবং পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, আলাউদ্দিন, সাজু, কালাম, সোহেল, বাবু ও রিমন। তাদের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের সীতাকুণ্ড ও সন্দীপ উপজেলায়। লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, খেলনা পিস্তলসহ দেশীয় বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ পৃথক দুটি মামলা হয়েছে।