গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ
প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, যুবদল কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সভাপতি মোনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সকলের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদল আহবায়ক মোঃ মশিউর রহমান শাহিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আশিষ কুমার সাহার সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান, জেলা সদস্য ও উপজেলা যুব দলের সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মঈন, গলাচিপা পৌর যুবদলের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সবুজ, মোঃ শাহাবুদ্দিন শিকদার, জাহিদুল ইসলাম মিন্টু, মোঃ নুরুল আলম, মোঃ শহিদুল ইসলাম মোল্লা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম নয়ন, ভাষান মাহমুদ, মোঃ জহির, মোঃ মাছুম প্যাদা, মোঃ নেছার, মোঃ সুমন প্রমুখ।