দশমিনায় পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু

প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে কুলসুম প্রায়(৩) নামে এককন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের দশমিনা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত কুলসুম দশমিনা গ্রামের আমির হোসেন গাজি ও নুর জাহান বেগমের কন্যা।

খেলার ছলে বাড়ির পুর্ব পাশের পুকুরে পরে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন। ওই কন্যার মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম। এঘটনার সত্যতা নিশ্চত করেছেন দশমিনা থানার ওসি জসীম।

 

আপনার মতামত লিখুন :