মাদক কারবারি ও ধর্ষকের বিচার দাবিতে রাঙ্গাবালীতে মানববন্ধন

প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা , (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চিহ্নিত মাদক কারবারি ও একাধিক ধর্ষণ মামলার আসামি শাকিল মৃধার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলার মোল্লার বাজার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য টিপু হাওলাদার, আখতারুজ্জামান লিটন,মেনন হাওলাদার, মোল্লার বাজার বনিক সমিতি সভাপতি মোতালেব হাওলাদার, যুবলীগ নেতা শিপন,ছাত্রলীগ নেতা জিসান উদ্দিন রাব্বীসহ সচেতন নাগরিক ও ছাত্রসমাজ।

এসময় বক্তারা বলেন, অভিযুক্ত শাকিল চিহ্নিত মাদক ব্যবসায়ী। মধ্যে রাতে বাড়িতে গিয়ে চেতনাশক স্প্রে ব্যবহার করে মা-বোনদের ইজ্জত ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে (শাকিল) অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছে। যার ফলে আমরা আতঙ্কিত। এর সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রশাসনের স্ব-দৃষ্টি কামণা করি।

 

আপনার মতামত লিখুন :