চট্টগ্রামের সন্দ্বীপে ডুবন্ত জাহাজ থেকে জীবিত উদ্ধার ১৪ নাবিক
প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০
মৃত্যুর হাত থেকে ১৪ নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড। সোমবার রাতে চট্টগ্রামের সন্দ্বীপে ডুবন্ত জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। প্রক্রিয়া শেষে তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।সন্দীপ ও ভাসান চরের মাঝামাঝি জায়গায় সোমবার রাতে জাহাজের তলা ছিদ্র হয়ে পানি ঢুকে এমবি কারিনা ওয়ান এ।
পরে ইঞ্জিনে আগুন লেগে সাগরে ডুবে যেতে থাকে জাহাজটি। খবর পেয়ে কোস্ট গার্ডের টহল জাহাজ শ্যামল বাংলা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে। এরপর মঙ্গলবার আনা হয় কোস্টগার্ড পতেঙ্গা বার্থে। ১৪ জন নাবিকের সবাইকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে কর্তৃপক্ষের কাছে।
শ্যামল বাংলা অধিনায়ক লে. কমান্ডার আখিজুল হক বলেন, আমরা গিয়ে দেখি ইঞ্জিনরুমের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। জাহাজ থেকে উনারা আমাদের সঙ্গে চলে আসে, পরে রিস্ক মনে করে জাহাজ রেখে উনাদের নিয়ে চলে আসি। কারিনা ওয়ান জাহাজটি প্রায় ২ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল।