জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে নেমে গ্রামবাসীর মানববন্ধন
প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০
নাটোরে সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে নেমে মানববন্ধন করেছে গ্রামবাসী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগর গ্রামের বাসিন্দারা পানিতে নেমে মানববন্ধনে অংশ নেয়। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত পুকুর খননের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।
যার ফলে বৃষ্টি হলে সব পানি গিয়ে জমে মূল রাস্তায়। সে সময় জলাবদ্ধ ওই সড়কে কোনো যানবাহন চলতে রাজি না হওয়ায় আশপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। গ্রাম থেকে বের হতে হলে পানির মধ্যে দিয়েই চলাচল করতে হয়। সমস্যা সমাধানে গ্রামবাসী কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।