ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযানে ইয়াবা হেরোইন গাঁজাসহ গ্রেপ্তার- ৮
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০
নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক ডাকাত সদস্যসহ ৮ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ১শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট,১০ গ্রাম হেরোইন এবং ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল তানার এ এস আই আবুল কালাম আজাদ গত ৮ ফেব্রুয়ারী রাতে মাসদাইর গাবতলী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় নাসির ওরফে হান্ডেড নাসিরের স্ত্রী শারমীন বেগম (৩৮) কে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
এ এস আই আব্দুল গাফ্ফার তালুকদার গত ৮ ফেব্রুয়ারী রাতে ঢাকা -নারায়ণগঞ্জ লিংক রোডস্থ এলাকা থেকে ৪শ গ্রাম গাঁজাসহ শান্ত (২০) কে গ্রেপ্তার করেছে। সে ইসদাইর এলাকার দারোগার বাড়ির পাশের বাড়ির মোহম্মদ হোসেন এর ছেলে। এ এস আই তারেক আজিজ গত ৮ ফেব্রুয়ারী দিবাগত রাতে ফতুল্লা থানার নিকটস্থ মোস্তাফিজ সেন্টারের সামনের রাস্তা থেকে ১০ গ্রাম হেরোইনসহ ডাকাত মোহন ও ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকার ফজল মিয়ার ছেলে মোহন ওরফে ডাকাত মোহন (৩২), মোস্তাফিজ সেন্টারের পাশের বাড়ির সিরাজ মিয়ার ছেলে রুবেল (২৮), দেওভোগ পানির ট্যাংকি এলাকার রতন দাসের ছেলে সঞ্জয় দাস (২২) আ.খালেকের ছেলে আকাশ (২২) এবং দেলপাড়া এলাকার ঈমান আলীর ছেলে শাকিল (৩৪)। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।