মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে টিউবওয়েল কাজের উদ্বোধন

প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নে বিন্নিগ্রাম শাহজালাল লতিফিয়া মাদরাসায় মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানির জন্য ১০০ টি টিউবওয়েল কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয মাওলানা আলাউর রহমান টিপু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধি কাজী মাওলানা আব্দুল মুছাব্বির, বিন্নিগ্রাম শাহজালাল লতিফিয়া মাদরাসার পরিচালক হাফিয মোঃ দুধু মিয়া, ইউনিয়ন আল ইসলাহ সভাপতি ক্বারী ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, ইউনিয়ন তালামীয সভাপতি মোঃ গিয়াস উদ্দিন রাফি, সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজার এর দায়িত্বশীল জুবায়ের আহমদ রাজু, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, বিন্নিগ্রাম শাখার সভাপতি মোঃ আব্দুস সুবহান, মাওলানা ফয়জুর রহমান, হাফিয আব্দুল হাকিম, ক্বারী শাহজাহান আহমদ, উক্ত টিউবওয়েল কাজের উদ্যোগ গ্রহণকারী হাফিয মোঃ কামরুল হাসান ইমরানসহস্বাধীন বাংলা টিভি, টি নিউজসহ এলাকার মুরব্বিয়ান উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :