গলাচিপায় কেন্দ্রীয় ছাত্রদলের মত বিনিময় সভা
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-নির্দিষ্ট দিক নির্দেশনার আলোকে তৃণমূল পর্যায় থেকে ছাত্রদলকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দরা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন।
রবিবার সকাল দশটায় উপজেলা ছাত্রদল কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিব খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগের সমন্বয়ক মো. জাকিরুল ইসলাম জাকির।
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সম্পাদক ঈসা মনতাজ ইজাজ, বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম মিঠু, ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সভাপতি নিয়াজ মাহমুদ নিলয়, জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বশার উজ্জ্বল, ঢাকা কলেজের সহ-সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক খালিদ ইবনে হাবিব সানি প্রমুখ।