ঝালকাঠির বিষখালী নদী থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২০
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। নলছিটি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
শুক্রবার বিকেলে মৎস্য বিভাগ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছিল জেলেরা। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশের দুটি দল অভিযান চালায়। অভিযান টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এসময় নদী থেকে পাঁচ হাজার মিটার জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমণি কান্ত মিস্ত্রি ও নলছিটি থানার পরিদর্শক (ওসি) আবদুল হালিম তালুকদার।