একই পরিবারের ৪ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু
প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০
মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে দুর্বৃত্তদের হাতে একই পরিবারের ৪ জনের মৃত্যুতে গভীরররর শোক প্রকাশ করেছেন অত্র উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। তিনি বিশেষ কাজে ঢাকায় থাকায় ঘটনা স্থলে যেতে পারেনি।
তিনি এক শোক বার্তায় জানিয়েছেন,হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের ঐ মর্মান্তিক হত্যার ঘটনা খুবই দুঃখ জনক। পৈশাচিক ঐ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি’র ব্যবস্থা গ্রহনে অপরাধিদেরকে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কে এগিয়ে আসার আহব্বান জানান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য,বৃহস্পতিবার(১৫ অক্টোবর) ভোরের দিকে অত্র উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারী মালিক শাহিনুর রহমান(৪০), তার স্ত্রী সাবিনা খাতুন(৩০),ছেলে সিয়াম হোসেন মাহি(৯) ও মেয়ে তাসনিম(৬) সহ মোট ৪ জনকে জবাই করে হত্যা করা হয়। কে বা কারা এই নৃশংস হত্যাকান্ড চালিয়েছে,তা এখনও পর্যন্ত জানা যায়নি।