ইসলামী বিশ্ববিদ্যালয়ের মহিশাডাঙ্গা থেকে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মহিশাডাঙ্গা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার (১৩/১০/২০২০ ইং) গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২,র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মহিশাডাঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় মহিশাডাঙ্গা,কুষ্টিয়া টু ঝিনাইদহ গামী পাকা রাস্তার পূর্ব পাশে জনৈক পামরোজ মুন্সী এর খাবার হোটেলের সামনে থেকে ০১ জন নারী মাদক ব্যবসায়ী মোছাঃ সুস্মিতা আক্তার (২৫), পিতা- মোঃ আকমল হোসেন, সাং- দহকোলা, এ/পি বালিয়াপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়া গ্রেফতার করা হয়।