মহেশপুর অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ৫রোহিঙ্গা নারী-পুরুষ আটক

প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে ৫৮ বাংলাদেশ বর্ডার গার্ডের উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৫ নারী ও পুরুষকে আটক করা হয়। পরে তাদের পরিচয় যাচাই করে জানা যায়, কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প হতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছে। আটককৃতদের বিরুদ্ধে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমন করার অপরাধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :