আগৈলঝাড়ায় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলের হলরুমে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক লীগ সভাপতি এ্যাড. আবুল কাসেম সরদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ নেতা হেমায়েত সরদার, নিত্যানন্দ মজুমদার, উজ্জল লাহেড়ী, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

 

আপনার মতামত লিখুন :