ফেনীর দাগনভূঞায় বিস্কুটের লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা
প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০
ফেনীর দাগনভূঞায় বিস্কুটের লোভ দেখিয়ে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কবির আহম্মদ(৪০) ও ১৫ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি গোপনে মীমাংসা করে দেয়ার দায়িত্ব গ্রহণকারী কামাল হোসেন (৫০)সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার(১০ অক্টোবর)দুপুরে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড়া গ্রামের আমুভূঞার হাট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত কবির স্থানীয় আমান উদ্দিন ব্যাপারী বাড়ীর মৃত:জামাল আহম্মেদের ও কামাল মৃত: দেলোয়ার হোসেনের ছেলে।
দাগনভূঞা থানার ওসি আসালাম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিশুটি ওই এলাকার আমুভূঞার হাট হাসানীয়া দাখিল মাদ্রাসার ছাত্রী। সন্ধ্যায় তার মা বাদী হয়ে এ ঘটনায় থানায় দায়ের করেছেন।