ছাত্রলীগের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ
প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০
দেশের ধর্ষণ নিপীড়নে জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার এবং ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ এর আয়োজন করে।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযুক্তদের বিচার চেয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ‘লজ্জা-ধিক্কার জানাই নুরু গংদের। ফাতেমা আমার বোন- তার চোখের পানি বৃথা যেতে দিবনা।
এ সময় ছাত্রলীগ সভাপতি জয় আরও বলেন, সবাইকে হুঁশিয়ার করে বলতে চাই। নুর গংদের হুঁশিয়ার করে বলতে চাই- মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলেন? আমার বোনকে পতিতা বানান? তিনি বলেন, আমার বোন ফাতেমাকে হুমকি দিয়েছিল সে যদি এই কথা কাউকে বলে, তাহলে নাকি তার লাখ লাখ ফলোয়ারদেরকে বলে দিবে, লাইভে নাকি তাকে পতিতা হিসেবে আখ্যায়িত করবে।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।