হরিণাকুন্ডুতে চার ব্যবসায়ীকে ১১হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ৯ অক্টোবর ২০২০
তারেক জাহিদ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ এর ১৪ ধারায় চার ব্যবসায়ীকে ১১হাজার টাকা নগদ জরিমানা আদায় করলেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।
মঙ্গলবার বিকালে ও বুধবার সকালে তিনি উপজেলার বেল্টু মোড় ও পার্বতীপূর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে ধান চাউল ব্যবসায়ী মসলেম উদ্দীনকে ৩ হাজার, ফজলুর রহমানকে ২ হাজার, মুদী দোকানী মঙ্গল সাধুখাকে ৩ হাজার এবং সুকুমার সরকারকে ৩ হাজার টাকা সর্বমোট ১১ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন।
এসময় ঝিনাইদহ জেলা পাট কর্মকর্তা এ,কে,জেড বারীউল্লাহ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা পুলিশ সদস্যরা সহায়তা করেন।