হত্যা, ধর্ষণ, সহিংসতার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
প্রকাশিত : ৮ অক্টোবর ২০২০
জাতীয় প্রেসক্লাবের সামনে “সারা দেশে নারী ধর্ষণ-সহিংসতার প্রতিবাদে এবং সিলেটে এমসি কলেজ ও নোয়াখালী জেলার বেগমগঞ্জে বিভৎস গণধর্ষণের বিচারের” দাবীতে বাংলাদেশ কৃষক ফেডারেশন, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ শ্রমজীবী ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার যৌথ আয়োজনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সমাবেশে নারী নেত্রী রেহেনা বেগমের সভাপতিত্বে ও মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী সালেহা ইসলাম সান্তনার পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.এ.এম. ফয়েজ হোসেন, বাংলাদেশ সংযুক্ত বিল্ডিং এন্ড উড ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এম.কে.এম. শহিদুল আলম ফারুক, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, বাংলাদেশ কিষাণী সভার নেত্রী মিলি আক্তার, বাংলাদেশ শ্রমজীবী ফেডারেশনের সভাপতি তানভীর আহমেদ রনী, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আল আমিন, শ্রমিক নেতা রুহুল আমিন প্রমূখ।
বক্তারা দেশের নারী-শিশু ধর্ষণ, হত্যা ও সহিংসতা আশংকাজনক হারে বেড়ে যাওয়া গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সিলেটে এমসি কলেজে নববধূ এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জে রোজী আক্তারের ধর্ষকদের বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান। বক্তারা সারাদেশে হত্যা, ধর্ষণ, সহিংসতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগনের প্রতি আহ্বান জানান।