শৈলকুপায় আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু রোগিদের চশমা প্রদান
প্রকাশিত : ৩ অক্টোবর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু রোগিদের মাঝে চশমা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী শৈলকুপার পীড়াগাতি গ্রামে শতাধিক চক্ষু রোগিদের মাঝে চশমা প্রদাণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান, সমাজ সেবক আলমগীর হোসেন। উল্লেখ্য, অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণসহ সামাজিক উন্নয়ণমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।