চাঁদপুরে ৩ দিন ব্যাপী ইলিশ উৎসব শুরু
প্রকাশিত : ২ অক্টোবর ২০২০
চাঁদপুরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ইলিশ উৎসব। শুক্রবার (০২ অক্টোবর) কাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া এই উৎসবের উদ্বোধন করেন প্রবীণ মৎস্যজীবী আব্দুল মালেক দেওয়ান। ইলিশ সংরক্ষণ ও বংশ বিস্তারে জেলেসহ সাধারণ মানুষের দায়িত্ব বাড়াতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘চতুরঙ্গ’ এ উৎসবের আয়োজন করেছে।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া তিনদিনের এই উৎসবে থাকবে, ইলিশ নিয়ে আলোচনা, বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। এতে জেলে, মৎস্য ব্যবসায়ী, শিক্ষার্থী এবং জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন অংশ নেবেন।