ঝিনাইদহ ভূমি অফিসের দালালকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশিত : ১ অক্টোবর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসের এক দালাল আটক হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মামুনশিয়া গ্রামের মনসুর আলীর ছেলে রাজিব হোসেন ভূমি অফিসে জমির নাম পত্তন করে দেয়ার কথা বলে ৫ ব্যক্তির কাছ থেকে টাকা নেয়। পরে ৫ জনের ফাইল নিয়ে দালাল রাজিব এসিল্যান্ডের কাছে নাম পত্তন করার জন্য গেলে ধরা পড়ে যায়।

পরে রাজিবকে দালাল চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮৬০ সালের ১৮৩ ধারা মোতাবেক তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

আপনার মতামত লিখুন :