O tv নিউজ টেলিভিশনের শার্শা উপজেলা প্রতিনিধি হলেন লোকমান হোসেন রাসেল
প্রকাশিত : ১ অক্টোবর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: দেশের জনপ্রিয় Otv নিউজ এর শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সহ- দপ্তর সম্পাদক মোঃ লোকমান হোসেন রাসেল। সাংবাদিকতার জগতে একাধারে তিনি ক্যামেরা ম্যান এবং লিখনিতে তিনি বেশ পারদর্শী। Otv নিউজ টেলিভিশনে তার নিয়োগে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল পরিবার আনন্দিত এবং গর্বিত।
আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধায় Otv নিউজ এর প্রতিনিধি লোকমান হোসেন রাসেল কে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। সম্বর্ধিত ঐ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম শাহীন,সাধারন সম্পাদক মোঃ আইয়ূব হোসেন পক্ষী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও Otv নিউজ এর স্টাপ রিপোর্টার রাসেল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন। সম্বর্ধিত সভায় Otv নিউজ এর শার্শা উপজেলা প্রতিনিধি মোঃ লোকমান হোসেন রাসেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সকল সদস্য।