বখাটেদের আড্ডা বন্ধ করার নিমিত্তে পুলিশের নিরাপত্তা মহড়া
প্রকাশিত : ১ অক্টোবর ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)‘র নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন্স) হুমায়ন কবিরসহ থানার সকল অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন সড়কসহ ফরেস্ট অফিস রোডে বিভিন্ন কলোনী, চাঁদনীঘাট, ওয়াবদা রোড, নতুন ব্রীজ, কামালপুর বাজার, থানা বাজার, বড়হাটসহ শহরের বিভিন্ন সড়কে মোটর সাইকেল যোগে সন্ধ্যা কালীন বিভিন্ন অলিগলিতে ও অন্ধকারাচ্ছন্ন এলাকাসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে জুয়া খেলা, মাদক ব্যবসা, বখাটেদের আড্ডা বন্ধ করার নিমিত্তে বিভিন্ন বস্তিতে আকর্ষিক তলাশি সহ অত্র থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্ন ঘটাতে না পারে সেই লক্ষ্যে পুলিশি তৎপরতা এবং সচেতনতা মহড়া দেওয়া হয়। আতঙ্ক নয় সচেতন হওয়ার লক্ষ্যে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ এ উদ্যোগ গ্রহন করেছে।