ঝিনাইদহে বিভিন্ন সময় জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশিত : ১ অক্টোবর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে বিভিন্ন সময় জব্দ হওয়া বিপুল পরিমান মাদক ও নিষ্পত্তি হওয়া মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আদালত চত্বরে এ মাদক ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহা: হাসানুজ্জামান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম কুমার ঘোষ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম, ডিবি ওসি আনোয়ার হোসেন, কোর্ট ইন্সপেক্টর রবিউল হক খানসহ অন্যান্যরা।

সেসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযানে উদ্ধারসহ ফেন্সডিল, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমান মাদক ও নিষ্পত্তি হওয়া মামলার আলামত নষ্ট ও পুড়িয়ে দেওয়া হয়।

 

আপনার মতামত লিখুন :