গলাচিপায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তন হল রুমে এ সভা শুরু হয়। অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিয়াসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, মহামারি করোনা ভাইরাসের মধ্যে আমাদের সচেতন থেকে সকল কাজকর্ম স্বাভাবিক রাখতে হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু হয়েছে। একে ব্যাপকভাবে প্রসারিত করে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস থেকে শিক্ষা নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। এছাড়া উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। গ্রাম আদালত এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি জানান। এ সময়ে ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।