গলাচিপায় মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ঈসা’র মৃত্যুতে ও দোয়া ও আলোচনা সভা
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গলাচিপা বন্দর বণিক সমিতির আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ঈসা’র সম্প্রতি মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. হালিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মু. হারুন-অর রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান,
উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দত্ত, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মু. নুরুল ইসলাম ধলা, মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা মো. দুদা মিয়া, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন শানু ঢালী, মুক্তিযোদ্ধা মো. মনির হাজী, প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন। এ ছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।