বাংলাদেশ দলের টেস্ট দলনেতা মমিনুলের ‘বেস্ট ফ্রেন্ড’
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ দলের টেস্ট দলনেতা মমিনুল হক। দেশের জার্সিতে ব্যাট হাতে তার পারফরম্যান্সও মন্দ না। দিনের বেশিরভাগ সময় থাকেন ক্রিকেট নিয়ে, তবে সময় পেলেই পরিবারকে নিয়ে ঘুরতে যান। স্ত্রী, বন্ধু, বোন-সবার সঙ্গেই মমিনুলের দারুণ সখ্যতা। তবে এত এত বন্ধুর মাঝেও সেরা বন্ধু যে তার বোন সেটাই যেন বলতে চেয়েছেন মমিনুল। নিজের ইনস্টাগ্রামে বোনের ছবি পোস্ট করে তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বোনের চেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে না।’
প্রসঙ্গত, গত বছরের এপ্রিলের দিকে বিয়ে করেন ক্রিকেটার মমিনুল হক। স্ত্রী ফারিহা বাশারের সঙ্গে ভালোই চলছে তার সংসার জীবন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগে পড়াশুনা করেছেন ফারিহা। সেখান থেকে মমিনুলের সঙ্গে তার পরিচয়, মন দেওয়া-নেওয়া। শেষমেশ বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন।