বেনাপোলে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকায় বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জুয়েল মিয়া(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জুয়েল খুলনা জেলার তেরখাদা গ্রামের মৃত ওদুদ মিয়ার ছেলে।
রবিববার (২৭ শে সেপ্টেম্বর) ভোর রাতে সাদিপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই মাসনুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আমাদের বেনাপোল প্রতিনিধিকে উদ্ধার মাদকসহ আসামীর বিষিয়টি নিশ্চিত করেন এবং তিনি আরো বলেন, আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ প্রস্তুতি চলছে।