ঢাবিতে সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে ডাকসু

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২০

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডাকসুর সভায় এমন সুপারিশ করা হয়েছে। সন্ধ্যায় নির্বাহী সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডাকসুর জিএস গোলাম রাব্বানী। সে সময় ভিপি নুরুল হক নুরও সেখানে উপস্থিত ছিলেন। তিনি মন্তব্য করেন, আজকের সভা খুব প্রাণবন্ত হয়েছে।

সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সম্মিলিতভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক, ব্যবসায়, বিজ্ঞানসহ বিভিন্ন শাখার বিষয়গুলোর জন্য আলাদা পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে।

সম্মিলিত ভর্তি পরীক্ষা বিষয়ে গোলাম রাব্বানী বলেন, ‘জাতীয় অধ্যাপক, শিক্ষাবিদ ও উপাচার্যসহ আমাদের যে মিটিং হয়েছিল তার সাথে একাত্মতা পোষণ করে ঢাবির ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রাখার স্বার্থে ‘৭৩ এর অধ্যাদেশ বলে নিজস্ব ভর্তি পরীক্ষার জন্য ডাকসুর সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে।’

শিক্ষার্থীদের সব ধরনের ফি এখন থেকে অনলাইনে পেমেন্ট করা যাবে জানিয়ে তিনি বলেন, ‘আগে একাডেমিক সব অর্থের লেনদেন জনতা ব্যাংকের টিএসসি শাখা ছাড়া অন্য কোথাও টাকা জমা দেওয়া যেত না। কিন্তু এখন জনতা ব্যাংকের সবগুলো শাখা থেকে টাকা জমা দেওয়া যায়।’

‘‘বিকাশ, রকেট (ডাচ্ বাংলা), নগদ এগুলোর সাথে যুক্ত করে ডাকসুর প্রযুক্তি সম্পাদক, ডাকসু ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইটি বিভাগের পরিচালকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে অগ্রগতি জানাবে।’’

ডাকসু জিএস আরও বলেন, ‘পরিবহন সমস্যা নিয়ে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের জানানো হয়েছে সাধারণ বীমা থেকে পাওয়া একটি বাসসহ আরও তিনটি বাস আমরা পাচ্ছি খুবই স্বল্প সময়ের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস টু কুমিল্লা নতুন রুট চালুর সিদ্ধান্ত হয়েছে।’

আজকের সভায় বর্তমান ডাকসুর ব্যয় করা অর্থের অডিট নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী প্রথম ছয় মাসের অডিট আগামী তিনদিনের মধ্যে জমা দেয়া হবে। এরপর নির্দিষ্ট একটি তারিখ (সাত কিংবা ১০ দিনের) মধ্যে পুরো দশ মাসের ব্যয়ের অডিট হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষককে নিয়ে একটি কমিটি গঠন করে করা হয়েছে। এই কমিটিই অডিটের কাজ শেষ করবে।’

আপনার মতামত লিখুন :